2:24 am, Thursday, 17 July 2025

রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা

  • Reporter Name
  • Update Time : 12:56:54 pm, Tuesday, 8 April 2025
  • 15 Time View

রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর লিলি হল মোড়ের একটি সরকারি খাল জবর দখল নিতে একজন মাছ চাষীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীর হামলাসহ লুটপাটের অভিযোগ উঠেছে।

৬ এপ্রিল ( রবিবার ) সকাল ১০ ঘটিকায় সোবহান ও তার শ্যালক সাদ্দামকে তাদের চাষ করা পুকুর থেকে সরাতে সাদ্দাম ও সোবহানের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় আ,লীগের একদল সন্ত্রাসী বাহিনী। হামলা করার পরেও তারা পুকুর ছাড়তে রাজি না হওয়ায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার পাইপ ও পিস্তল নিয়ে আবু সাইদ, তাহাজুল পিতা- মজিদ, মন্টু পিতা: ভাদু ঘোষ, বাবু পিতা:আজিজুল, মেরাজ পিতা: বাবু, শরিফ পিতা: বাবু, মিলন পিতা: হাবিব, সম্রাট পিতা: শুকুর ও রফিকুল পিতা: খোকা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে এবং বাসায় প্রবেশ করে জমি বিক্রয়ের গচ্ছিত ১৬ লক্ষ্য ২০ হাজার টাকা, স্বর্ণ সহ বিভিন্ন জিনিস লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রসহ হামলা কারীরা বিগত সময়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেন্টুর পোষা সন্ত্রাসী বাহিনী ছিল। যাদেরকে দিয়ে বিভিন্ন সময় লোকজনের উপরে হামলা ও মীমাংসার নামে জায়গা জমি দখল ও টাকা হাতিয়ে নিত। এই সন্ত্রাসী বাহিনী গত ৫ আগষ্টের পর আত্মগোপনে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে কিছু বিএনপি নেতার ছত্রছায়ায়।

এই হামলায় আহত শুভহান (৩৬), পিতা: সোনা মিয়া, সাং:আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ২৪ টা সেলাই, আসলাম (৬২), পিতা: মৃত মুসলিম শেখ , সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ১০ সেলাই, রবি (২৪), পিতা: আসলাম, সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ৮ সেলাই, আনিকা বেগম (২৮), সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া, রাজশাহী। নাকে ৩ টা সেলাই ও রাশিদা বেগম (৫০), স্বামী: আসলাম, সাদ্দাম (৩৬), পিতা: আসলাম, উভয় সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা আরও বলেন, এখানে একটা সরকারি পুকুর রয়েছে যা সরকার ও ব্যক্তি মালিকানা নিয়ে ঝামেলা হয়ে আসছে। সেই পুকুর বিগত তিন বছর থেকে রাসেল, সাদ্দাম দুই ভাই ও তাদের বোন জামাই সুবহান নিজের অর্থ দিয়ে মাছ কিনে চাষাবাদ করে আসছে। ৫ আগষ্টের পর থেকেই অনেকের নজর সেই পুকুরে রয়েছে দখল নেওয়ার জন্য। বিভিন্ন জন বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দুই ভাই ও তাদের জামাইকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে। সকাল ১০ টায় আওয়ামীলীগের পোষ্য সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গলায় হাসুয়া ধরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বলে তারা যেনো মাছ তুলে নেয় নয়তো মাছের দাম নিয়ে পুকুর ছেড়ে দেই। সব রকম ভয়ভীতির পরেও বিবাদীর মনোভাব দুর্বল না হওয়ায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও হামলা করে বাসায় লুটপাট করে চলে যায়। যেই হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে হামলাকারী মিজানকে একাধিক বার ফোন দেওয়ার পরও ফোন না ধরায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক হামলাকারী বাবু সিসি ক্যামেরা ফুটেজ থাকার পরও তিনি অভিযোগ অস্বিকার করেছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনা জানা মাত্র ফোর্স পাঠানো হয়েছিল। এখনও কেউ অভিযোগ দেইনাই তারা চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ

রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা

Update Time : 12:56:54 pm, Tuesday, 8 April 2025

রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর লিলি হল মোড়ের একটি সরকারি খাল জবর দখল নিতে একজন মাছ চাষীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীর হামলাসহ লুটপাটের অভিযোগ উঠেছে।

৬ এপ্রিল ( রবিবার ) সকাল ১০ ঘটিকায় সোবহান ও তার শ্যালক সাদ্দামকে তাদের চাষ করা পুকুর থেকে সরাতে সাদ্দাম ও সোবহানের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় আ,লীগের একদল সন্ত্রাসী বাহিনী। হামলা করার পরেও তারা পুকুর ছাড়তে রাজি না হওয়ায় সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, লোহার পাইপ ও পিস্তল নিয়ে আবু সাইদ, তাহাজুল পিতা- মজিদ, মন্টু পিতা: ভাদু ঘোষ, বাবু পিতা:আজিজুল, মেরাজ পিতা: বাবু, শরিফ পিতা: বাবু, মিলন পিতা: হাবিব, সম্রাট পিতা: শুকুর ও রফিকুল পিতা: খোকা হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে এবং বাসায় প্রবেশ করে জমি বিক্রয়ের গচ্ছিত ১৬ লক্ষ্য ২০ হাজার টাকা, স্বর্ণ সহ বিভিন্ন জিনিস লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্রসহ হামলা কারীরা বিগত সময়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বেন্টুর পোষা সন্ত্রাসী বাহিনী ছিল। যাদেরকে দিয়ে বিভিন্ন সময় লোকজনের উপরে হামলা ও মীমাংসার নামে জায়গা জমি দখল ও টাকা হাতিয়ে নিত। এই সন্ত্রাসী বাহিনী গত ৫ আগষ্টের পর আত্মগোপনে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে কিছু বিএনপি নেতার ছত্রছায়ায়।

এই হামলায় আহত শুভহান (৩৬), পিতা: সোনা মিয়া, সাং:আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ২৪ টা সেলাই, আসলাম (৬২), পিতা: মৃত মুসলিম শেখ , সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ১০ সেলাই, রবি (২৪), পিতা: আসলাম, সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী এর মাথায় ৮ সেলাই, আনিকা বেগম (২৮), সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া, রাজশাহী। নাকে ৩ টা সেলাই ও রাশিদা বেগম (৫০), স্বামী: আসলাম, সাদ্দাম (৩৬), পিতা: আসলাম, উভয় সাং : আলিগঞ্জ আদর্শ গ্রাম থানা রাজপাড়া রাজশাহী শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা আরও বলেন, এখানে একটা সরকারি পুকুর রয়েছে যা সরকার ও ব্যক্তি মালিকানা নিয়ে ঝামেলা হয়ে আসছে। সেই পুকুর বিগত তিন বছর থেকে রাসেল, সাদ্দাম দুই ভাই ও তাদের বোন জামাই সুবহান নিজের অর্থ দিয়ে মাছ কিনে চাষাবাদ করে আসছে। ৫ আগষ্টের পর থেকেই অনেকের নজর সেই পুকুরে রয়েছে দখল নেওয়ার জন্য। বিভিন্ন জন বিভিন্ন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দুই ভাই ও তাদের জামাইকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে। সকাল ১০ টায় আওয়ামীলীগের পোষ্য সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গলায় হাসুয়া ধরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে বলে তারা যেনো মাছ তুলে নেয় নয়তো মাছের দাম নিয়ে পুকুর ছেড়ে দেই। সব রকম ভয়ভীতির পরেও বিবাদীর মনোভাব দুর্বল না হওয়ায় বিকেল ৪:৩০ মিনিটে আবারও হামলা করে বাসায় লুটপাট করে চলে যায়। যেই হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে হামলাকারী মিজানকে একাধিক বার ফোন দেওয়ার পরও ফোন না ধরায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক হামলাকারী বাবু সিসি ক্যামেরা ফুটেজ থাকার পরও তিনি অভিযোগ অস্বিকার করেছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনা জানা মাত্র ফোর্স পাঠানো হয়েছিল। এখনও কেউ অভিযোগ দেইনাই তারা চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।