
শ্রীবরদীতে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:
শেরপুর শ্রীবরদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে আলোচনা সভা ও সার, বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী শেখ জাবের আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, শশাঙ্ক শেখর ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, ৪৯০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউস ধানের বীজ , ডিওপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।