7:06 am, Wednesday, 29 October 2025

কবিতা: ইষাণ কোনের মেঘ

কবিতা: ইষাণ কোনের মেঘ

কবি আনোয়ারুল কবির বাবলু।

ইষাণ কোনে মেঘ জমেছে, হতে পাড়ে কাল বৈষাখী ঝর।
বসন্তের সাঁজানো বাগান লন্ড ভন্ড করে দিতে পারে, তার কাছে নেই কোন আপন পর।

শীতের শৈত্য প্রবাহ বরফ ছড়ায় কনকনে শীতে উত্তরি বায়ু বয়
হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা, রুপের রাণী মনভুলানো কত কথা কয়।

পূর্ব দিগন্তে ভোরের সূর্য সোনার হাসি হাসে, অমূল্য সম্পদ ভালোবাসা কচুপাতায় টলমল করে
সুখের আশায় যে ঘর বাঁধিলে, দুঃখ গুলো মুছে ফেল তার আঁচলে।

বসন্ত এলে বাগান ভরে যায় ফুলে ফুলে, দখিনা সমীরণ বহে দোলা দেয় মনে
সাগর ডাকে বিশাল আকাশর নীচে, গর্জনে অর্জনে আলিঙ্গন করে, মনে পড়ে ক্ষনে ক্ষনে।

শেষ বিকালে গোধূলি নামে পশ্চিম দিগন্তে
কাঁচা হলুদের রংয়ে জীবন রাঙায়, হৃদয় যেন ভরে থাকে আদর আহলাদে।

বৈশাখী ঝর আপন করেছে পর , প্রদীপ নিভে যায় বারে বারে
ভালোবাসাহীন হদয় রাজ্য শূন্য মরুভূমি প্রানহীন পাথর শুধুই কেঁদে মরে।

বৃষ্টি নামুক, বৃষ্টি পড়ুক, ভরোক সাগর নদী
শূন্য হৃদয় ভরবে এবার বৃষ্টি নামে যদি।

মরা গাছেও ফুল ফুটে যায় বৃষ্টির ছুঁয়া পেলে
বৃষ্টি যদি রহমতের হয় আনন্দের ঢেউ খেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক, মাদারীপুর-২ আসনে,মনোনয়ন প্রত্যাশী,হিমেল আল ইমরান গনসংযোগ ও লিফলেট বিতরণ

কবিতা: ইষাণ কোনের মেঘ

Update Time : 02:57:38 pm, Sunday, 4 May 2025

কবিতা: ইষাণ কোনের মেঘ

কবি আনোয়ারুল কবির বাবলু।

ইষাণ কোনে মেঘ জমেছে, হতে পাড়ে কাল বৈষাখী ঝর।
বসন্তের সাঁজানো বাগান লন্ড ভন্ড করে দিতে পারে, তার কাছে নেই কোন আপন পর।

শীতের শৈত্য প্রবাহ বরফ ছড়ায় কনকনে শীতে উত্তরি বায়ু বয়
হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা, রুপের রাণী মনভুলানো কত কথা কয়।

পূর্ব দিগন্তে ভোরের সূর্য সোনার হাসি হাসে, অমূল্য সম্পদ ভালোবাসা কচুপাতায় টলমল করে
সুখের আশায় যে ঘর বাঁধিলে, দুঃখ গুলো মুছে ফেল তার আঁচলে।

বসন্ত এলে বাগান ভরে যায় ফুলে ফুলে, দখিনা সমীরণ বহে দোলা দেয় মনে
সাগর ডাকে বিশাল আকাশর নীচে, গর্জনে অর্জনে আলিঙ্গন করে, মনে পড়ে ক্ষনে ক্ষনে।

শেষ বিকালে গোধূলি নামে পশ্চিম দিগন্তে
কাঁচা হলুদের রংয়ে জীবন রাঙায়, হৃদয় যেন ভরে থাকে আদর আহলাদে।

বৈশাখী ঝর আপন করেছে পর , প্রদীপ নিভে যায় বারে বারে
ভালোবাসাহীন হদয় রাজ্য শূন্য মরুভূমি প্রানহীন পাথর শুধুই কেঁদে মরে।

বৃষ্টি নামুক, বৃষ্টি পড়ুক, ভরোক সাগর নদী
শূন্য হৃদয় ভরবে এবার বৃষ্টি নামে যদি।

মরা গাছেও ফুল ফুটে যায় বৃষ্টির ছুঁয়া পেলে
বৃষ্টি যদি রহমতের হয় আনন্দের ঢেউ খেলে।