২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব
আজ ১২ই মে সোমবার, কলকাতার মেয়ো রোডে অবস্থিত, গান্ধী মূর্তির সামনে, সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন ও অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে ২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন এবং বুদ্ধ জয়ন্তী উৎসব পালিত হল তার সাথে সাথে পুরস্কার বিতরণী , শান্তি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টা থেকে সকল অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সুন্দর হয়ে উঠে।
আজকের অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ... থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম ,শ্রীলংকা, নেপাল, মায়ানমার ,বাংলাদেশ, জার্মানী, সুইডেন ,নেদারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, কোরিয়া, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ। উপস্থিত ছিলেন এম পি, শিক্ষাবিদ ,এমএলএ, মন্ত্রী , সমাজসেবী সহ অন্যান্যরা।
অতিথিদের মধ্যে ছিলেন..... বিধায়িকা শ্রীমতি মালা রায়, বিধায়ক শ্রী নির্মল ঘোষ, বিধায়ক অরূপ রায়, বিধায়িকা ও গায়িকা শ্রীমতি অদিতি মুন্সি, জাংচুপ চোয়েডেন শার্তসে খেনসুর রিনপঞ্চে, মাননীয় মহাসচিব আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন নয়া দিল্লি, ডক্টর পরনচাই পালাওয়াধাস্মো , ওয়ার্ল্ড এ্যালায়েন্স অফ বুঝিসট এর মাননীয় সভাপতি।
জনাব মোশারফ হোসেন, ডাব্লিউ বি এম ডি এফ সি মাননীয় চেয়ারম্যান।
জনাব আহমেদ হাসান, মাননীয় চেয়ারম্যান সংখ্যালঘু কমিশন, পশ্চিমবঙ্গ প্রাক্তন এমপি,
জনাব শাকিল আহমেদ ,মাননীয় আইএএস ডব্লিউ বি এমডি,এফসি ,গভর্মেন্ট এমডি।
শ্রী তাপস চ্যাটার্জি মাননীয় বিধায়ক, সমাজসেবী,
শ্রী সোমনাথ সেন মাননীয় বিধায়ক, সমাজসেবী,
প্রফেসর ডক্টর সিদ্ধার্থ এম জোনধালে, ভাইস চ্যান্সেলর। শ্রীমতি রীতা রায়চৌধুরী কাউন্সিলর দক্ষিণ দমদম, শ্রী সুরজিৎ রায় চৌধুরী কাউন্সিলর দক্ষিণ দমদম, শ্রী সম্রাট বড়ুয়া কাউন্সিলর বিধান নগর পৌরসভা, শ্রী প্রদীপ বড়ুয়া কাউন্সিলর পানিহাটি, শ্রী বিকাশ বড়ুয়া, বৌদ্ধ সদস্য, সংখ্যালঘু কমিশন।
জনাব নিমা ওয়াংদি শেরপা, চেয়ারম্যান শিল্পা উন্নয়ন বোর্ড দার্জিলিং। ছাড়াও আরো বহু বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এবং বুদ্ধদেবের মূর্তিতে মালা পরিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিকে ব্যাচ উত্তরীয় পরিয়ে হাতে একটি করে স্মারক তুলে দেন,
আজকের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, বিশ্ব শান্তি স্লোগান, বুদ্ধ কীর্তন,, অতিথিদের সম্বর্ধনা, বিশ্ব শান্তি বিষয়ক বক্তিতা, এবং ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্য অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ তার সাথে সাথে উপস্থিত সকল সদস্যদের একটি করে বৌদ্ধ ম্যাগাজিন হাতে তুলে দেন।
বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তা ও সংস্কার কর্ণধার একটা কথাই বারবার উচ্চারণ করলেন, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমাদের পাশে থাকা ও আজকের দিনটিকে ছুটি ঘোষণা করার জন্য। আমরা তাই কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শুধু তাই নয় এখানকার যে সকল অতিথিরা উপস্থিত আছেন তাহাদের সহযোগিতা পাওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ বিভিন্ন জেলা থেকে যে সকল সদস্যরা উপস্থিত হয়েছেন এবং যাদের উপস্থিতিতে আমাদের আজকের এই উৎসব সুন্দরময় হয়ে উঠেছে। আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করুক, বুদ্ধের বাণী সারা দেশে ছড়িয়ে পড়ুক, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে বিপদে দাঁড়াক, আমরা শুধু বৌদ্ধ পূর্ণিমায় উৎসব করিনা, আমরা আরো বহু সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি, সংখ্যালঘু পরিবারের পাশে থাকার চেষ্টা করি, ছাত্র ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের মধ্যে ধর্মের কোন ভেদাভেদ নেই, হিংসা, খুন, যুদ্ধ ভুলে শান্তির বাণী প্রচার করি। আর বুদ্ধের জয় ধ্বনি তুলি। আজ সারা দেশ জুড়ে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হচ্ছে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ কলকাতা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার