
সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম মিয়া, এসআই গোলাম সারোয়ার, এসআই রেজাউল, এসআই শরীফুল, এএসআই বিশ্বজিৎ, এএসআই তোহা, এএসআই আরিফসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ছাতক থানা এলাকায় এক অভিযান চালিয়ে ছাতক থানার সিআর-৭৫/২৫(ছাতক) এর আসামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুল তলা গ্রামের মৃতঃ রিয়াছদ আলী’র পুত্র হায়দর আলী(৫২), রহমত আলী(৪৮), হায়দর আলীর পুত্র সুলতান আলী(২৫), রেদোয়ান মিয়া(২০)।
ছাতক থানার মামলা নং-২৪(৮)২০২৫ রিমান্ডের আসামী সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুর রহমান(২৫) কে গ্রেফতার করে থানা পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেন গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।