11:05 pm, Thursday, 18 September 2025

মনোহরদীতে বিশেষ অভিযানে চার আসামী গ্রেফতার

মহসিন রহমান,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. আবুল হোসাইন, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলেন—
১। বাবুল চন্দ্র দত্ত (৫০), পিতা- মৃত বকুল চন্দ্র দত্ত মিয়া, সাং- রামপুর। (মনোহরদী সিআর মামলা নং-৩৩৪/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
২। মো. এরশাদ মিয়া (৩৮), পিতা- মো. আবুল হাশেম, সাং- লেবুতলা। (মনোহরদী সিআর মামলা নং-৩০১/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
৩। রফিকুল ইসলাম, পিতা- নিয়ত আলী, সাং- কাহেতেরগাও, পোঃ বড়চাপা। (সিআর মামলা নং-৩১৫৪/২৩, ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০, ৩২(১))
৪। নাজুমল ইসলাম, পিতা- মৃত শহিদুল্লাহ, সাং- মনতলা, থানা- মনোহরদী। (মনোহরদী থানার মামলা নং-৩(৭)২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(৩))

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের সদর উপজেলা বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মনোহরদীতে বিশেষ অভিযানে চার আসামী গ্রেফতার

Update Time : 03:08:15 pm, Thursday, 18 September 2025

মহসিন রহমান,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. আবুল হোসাইন, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলেন—
১। বাবুল চন্দ্র দত্ত (৫০), পিতা- মৃত বকুল চন্দ্র দত্ত মিয়া, সাং- রামপুর। (মনোহরদী সিআর মামলা নং-৩৩৪/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
২। মো. এরশাদ মিয়া (৩৮), পিতা- মো. আবুল হাশেম, সাং- লেবুতলা। (মনোহরদী সিআর মামলা নং-৩০১/২৫, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮)
৩। রফিকুল ইসলাম, পিতা- নিয়ত আলী, সাং- কাহেতেরগাও, পোঃ বড়চাপা। (সিআর মামলা নং-৩১৫৪/২৩, ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০, ৩২(১))
৪। নাজুমল ইসলাম, পিতা- মৃত শহিদুল্লাহ, সাং- মনতলা, থানা- মনোহরদী। (মনোহরদী থানার মামলা নং-৩(৭)২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(৩))

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।