চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গার জেলা প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনুর রহমান (৫০) নামে এক অটোচালকের করুণ মৃত্যু হয়েছে।
আজ ০৬ই অক্টোবর সোমবার ভোরবেলা তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মজনুর রহমান বড় পুটিমারী গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন এবং তাঁর এক ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মজনুর রহমান রাতে নিজের অটোটি চার্জে দিয়েছিলেন। আজ ভোর আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে তিনি চার্জ থেকে অটোটি খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে,আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
অটোচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো বড় পুটিমারী গ্রামে শোকের আবহ বিরাজ করছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801712725486 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার