12:44 pm, Tuesday, 14 October 2025

উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে

ঢাকা- সিলেট মহাসড়কের ৭দিনের যানজট দৃশ্য দেখতে গতকাল (৮ অক্টোবর) বুধবার পরিদর্শন করতে এসে সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান নিজেই পড়ে গেলেন মহা যানজটের কবলে! উপদেষ্টার আগমন উপলক্ষে সড়ক কর্তৃপক্ষ তাড়াহুড়া করে সংস্কার কাজ করতে দেখা যায়! তবুও যানজটের কবল থেকে রক্ষা পাননি সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান!
গত ৪ অক্টোবর দেশের জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সড়ক ও পরিবহন মন্ত্রনালয়। এতে ঢাকা থেকে।পরিদর্শনের আসেন উপদেষ্টা। পরদর্শনে এসে দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জের একটি অংশে যানজটে আটকা পড়েন তিনি। এতে, আর আসা হয়নি সিলেট টু হবিগঞ্জ ও নবীগঞ্জের অংশে। অবশেষে তিনি যানজটের কারণে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক অবস্থায় গতকাল বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে মহাসড়কটি পরিদর্শন করেন। এসময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা- সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন তিনি। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন। সেখান থেকে সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জের উজান ভাটি হোটেল থেকে গাড়ি বহর নিয়ে মহাসড়ক পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এতে, ব্রাহ্মণবাড়িয়ার অংশে ঢাকা- সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে যান। পরে প্রায় তিন ঘণ্টার উপরে দীর্ঘ যানজটে আটকে থাকার পর বাধ্য হয়ে মোটরসাইকেল যোগে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের মোড়ে পৌঁছেন।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তা যেন ঢাকার অফিসে না বসে ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এ বিষয়ে অবহেলা করেন বা অফিসে তাদেরকে না পাওয়া যায় তাহলে সাসপেন্ড করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা- সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে এটা ট্রাফিক বিভাগের গাফিলিত কারণে। এ বিষয়টি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার কথাও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভিবিডি চট্টগ্রাম জেলার সেরেনিটি স্টেপস কর্মশালা সম্পন্ন

উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে

Update Time : 02:15:21 pm, Thursday, 9 October 2025

ঢাকা- সিলেট মহাসড়কের ৭দিনের যানজট দৃশ্য দেখতে গতকাল (৮ অক্টোবর) বুধবার পরিদর্শন করতে এসে সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান নিজেই পড়ে গেলেন মহা যানজটের কবলে! উপদেষ্টার আগমন উপলক্ষে সড়ক কর্তৃপক্ষ তাড়াহুড়া করে সংস্কার কাজ করতে দেখা যায়! তবুও যানজটের কবল থেকে রক্ষা পাননি সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান!
গত ৪ অক্টোবর দেশের জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সড়ক ও পরিবহন মন্ত্রনালয়। এতে ঢাকা থেকে।পরিদর্শনের আসেন উপদেষ্টা। পরদর্শনে এসে দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জের একটি অংশে যানজটে আটকা পড়েন তিনি। এতে, আর আসা হয়নি সিলেট টু হবিগঞ্জ ও নবীগঞ্জের অংশে। অবশেষে তিনি যানজটের কারণে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক অবস্থায় গতকাল বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে মহাসড়কটি পরিদর্শন করেন। এসময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঢাকা- সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন তিনি। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন। সেখান থেকে সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জের উজান ভাটি হোটেল থেকে গাড়ি বহর নিয়ে মহাসড়ক পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এতে, ব্রাহ্মণবাড়িয়ার অংশে ঢাকা- সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে যান। পরে প্রায় তিন ঘণ্টার উপরে দীর্ঘ যানজটে আটকে থাকার পর বাধ্য হয়ে মোটরসাইকেল যোগে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের মোড়ে পৌঁছেন।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তা যেন ঢাকার অফিসে না বসে ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এ বিষয়ে অবহেলা করেন বা অফিসে তাদেরকে না পাওয়া যায় তাহলে সাসপেন্ড করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা- সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে এটা ট্রাফিক বিভাগের গাফিলিত কারণে। এ বিষয়টি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার কথাও জানান।