চন্দ্রা নন্দন পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় কালিয়কৈর প্রেসক্লাবের সহ সভাপতি আহত
নিজস্ব সংবাদদাতা মোঃ শাকিল আহমেদ
১১ অক্টোবর ২০২৫, সন্ধ্যায় কালিয়াকৈর চন্দ্রা নন্দন পার্কের কাছে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,উল্টো পথে আসা একটি ইজি বাইকের সাথে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ শিকদারের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ইজি বাইকের যাত্রী ও চালক অক্ষত থাকলেও, মোশারফ শিকদার গুরুতর আহত হয়েছেন; তার বাম হাতে নয়টি সেলাই লেগেছে এবং হাতের হাড় ভেঙে গিয়েছে।
আমরা কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ শিকদারের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। তার আশু সুস্থতার জন্য সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করার বিশেষ অনুরোধ রইল।
সড়ক নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ তুলে ধরা হলো:
একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয় তুলে ধরা হলো যে, নন্দন পার্ক সংলগ্ন এলাকায় ইজি বাইকগুলোর উল্টো পথে চলাচল এবং বেপরোয়া গতিবিধি প্রতিনিয়ত দুর্ঘটনার জন্ম দিচ্ছে। এই সড়ক দুর্ঘটনাগুলো এখন যেন নিত্যদিনের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শিল্পাঞ্চলের হাজার হাজার গার্মেন্টসের কর্মী ভাই ও বোনেরা পায়ে হেঁটে চলাচল করেন। সড়কে বেপরোয়া যানবাহনের কারণে এই বিপুল সংখ্যক পথচারীর জীবন প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আজকের দুর্ঘটনায় একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন, কিন্তু আগামীকাল কে যেকোনো সাধারণ শ্রমিক বা পথচারীও এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে পারেন।
গাজীপুর হাইওয়ে পুলিশের প্রতি জোর দাবি:
গাজীপুর হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি— জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা হোক:
১. কঠোর ব্যবস্থা: নন্দন পার্ক সংলগ্ন এলাকায় উল্টো পথে চলাচলকারী ইজি বাইকসহ সকল যানবাহনের বিরুদ্ধে অবিলম্বে ও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হোক।
২. সন্ধ্যার টহল জোরদার: সন্ধ্যা নামার পর হাইওয়ে পুলিশের টহল টিমের উপস্থিতি প্রায় থাকে না। জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের সার্বক্ষণিক ও দৃশ্যমান টহল নিশ্চিত করা অপরিহার্য।
জনসাধারণের নিরাপদ চলাচল ও জানমালের সুরক্ষার স্বার্থে এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান চাই। আমরা বিশ্বাস করি, জনগণের জীবন রক্ষায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং এই অঞ্চলের সড়ক হবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বহুদিন যাবৎ চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন এবং বিগত সরকারের আমলে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশ নিসাচ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801712725486 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার