আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
২৩ রংপুর ৫ (মিঠাপুকুর) আসনে এমপি ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা প্রফেসর ড. মমতাজ হোসেন চষে বেড়াচ্ছেন উপজেলার ১৭ টি ইউনিয়নে। তিনি ভোটারদের বলছেন, এনসিপি ও জামায়াত পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকের জন্য মাঠে নামুন জনগনের পাশে থাকুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন হবে।
প্রফেসর ড. মমতাজ হোসেন বর্তমানে রংপুর মহানগর বিএনপি ও মিঠাপুকুর উপজেলা বিএনপি'র সদস্য রয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৩ রংপুর ৫ মিঠাপুকুর আসনে বিএনপি কর্তৃক মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার মামলা দিয়ে তাঁকে নির্বাচনে অংশ গ্রহণে বন্চিত করেছিল।
বিএনপি নেতা প্রফেসর ড. মমতাজ হোসেন
মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়ন্থ কামিমপুর গ্রামে ১৯৫১ সালের ২৭ মার্চ জন্ম গ্রহন করেন। তাঁর বাবা মরহুম মোহাম্মদ হোসেন মন্ডল ও মা মরহুমা বিবিজন নেছা।তিনি ৫ ভাই ১ বোনের মধ্যে তৃতীয়। তাঁর ২ মেয়ে ১ছেলে ১ স্ত্রী রয়েছে। তারা হলেন, মেয়ে মারুফা তানজিন মুন প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক ঢাকা, রিফাত তানজিম জিসা ডেন্টাল সার্জন, ছেলে তামিম আনাম প্রাইম ব্যাংকে এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও স্ত্রী তানজিমা মমতাজ একজন আদর্শ গৃহিনী। তিনি বর্তমানে রংপুর শহরের মৌ হাউজ নং ১০৭/১ লেন নং ১ /৪ ইসলামবাগ কোতয়ালী মেট্রো বসবাস করেন।
প্রফেসর ড. মমতাজ হোসেন
একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সমাজসেবক ও চিকিৎসক। তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ৭ বিষয়ে অনার্স সহ সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়ে উত্তির্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হতে ১৯৯৩ সালে হৃদ রোগ কার্ডিওলজী বিষয়ে ডিপ্লোমা অর্জন। ডক্টর অব ফিলোসোফি Phd ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২০০৮ সালে Phd ডিগ্রী অর্জন করেন।
প্রফেসর ড.মমতাজ হোসেন ২০০৯ সালে নিজ উপজেলা মিঠাপুকুর শুকুরের হাট এলাকায় ভেন্ডিবাড়ী দাতব্য প্রকল্প স্থাপন করেন। সেখানে বিশেজ্ঞ চিকিৎসক হিসেবে স্থানীয় জনগণের মধ্যে বিনামুল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন। পরীক্ষা নিরীক্ষার লভ্যাংশ থেকে ৩০ জন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান, মসজিদ ঈমাম মোয়াজ্জেম এর ভাতা, ১টি এতিমখানায় অনুদান গরীবদের বাসস্থান, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রীদের খেলাধুলায় অনুদান প্রদান করা হয়।
প্রফেসর ড.মমতাজ হোসেন ১৯৭৪ সালে রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়। ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রংপুর মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তাঁর সাথে স্বাক্ষাৎ হয়।
তাঁর ছবি সহ ধানের শীষ প্রতিক পোষ্টার লিপ্লেট উপজেলার ১৭ ইউনিয়নে ৩১০ টি মৌজায় হাট বাজার চা স্টোল অফিস, স্কুল কলেজের দেয়ালে ছেয়ে গেছে। তিনি ভোটারদের দ্বারে দ্বারে তারেক রহমানের বার্তা পৌছে দিচ্ছেন। তিনি বলেন, জন শক্তি জন বল বিএনপির মনোবল। নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ##১২-১১-২০২৫
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801712725486 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার