10:22 pm, Tuesday, 14 October 2025

নবীনগরে খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

আবু হাসান আপন, নবীনগর ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালে ডুবে সিদ্দিক খান (৫০) নামে ব্যক্তি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তরে সিদ্ধেরসরি খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সিদ্দিক খান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিদ্দিক খাঁন ও তার ছেলে একরাম খাঁন জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। ওই সময় সিদ্ধেরসরি খাল পাড় হতে গিয়ে পানির স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে ছেলে একরামকে উদ্ধার করলেও তার বাবা সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ হওয়া সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি৷

বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম মেম্বার জানান, তাৎক্ষণিকভাবে নবীনগর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা থেকে তল্লাশি চালিয়ে যাচ্ছে, নিখোঁজ সিদ্দিকের কোনো সন্ধান না পাওয়ায় তারা ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেব্রত দাস বলেন, সেলিমনগর খালে ডুবে এক ব্যক্তি নিখোজ হয়েছে, উদ্ধারের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোম ভিজিটের উদ্যোগে দক্ষিন রহমতপুর ও বেড়া মকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিতে বাড়ছে

নবীনগরে খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

Update Time : 05:58:32 pm, Tuesday, 14 October 2025

আবু হাসান আপন, নবীনগর ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালে ডুবে সিদ্দিক খান (৫০) নামে ব্যক্তি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তরে সিদ্ধেরসরি খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সিদ্দিক খান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিদ্দিক খাঁন ও তার ছেলে একরাম খাঁন জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। ওই সময় সিদ্ধেরসরি খাল পাড় হতে গিয়ে পানির স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে ছেলে একরামকে উদ্ধার করলেও তার বাবা সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ হওয়া সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি৷

বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম মেম্বার জানান, তাৎক্ষণিকভাবে নবীনগর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা থেকে তল্লাশি চালিয়ে যাচ্ছে, নিখোঁজ সিদ্দিকের কোনো সন্ধান না পাওয়ায় তারা ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেব্রত দাস বলেন, সেলিমনগর খালে ডুবে এক ব্যক্তি নিখোজ হয়েছে, উদ্ধারের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে।