বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাবেক মহাসচিব প্রয়াত বিকাশ কুমার চৌধুরী'র অনিত্য সভা
নিজস্ব সংবাদদাতা,বাবলু বড়ুয়া চট্টগ্রাম
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা ট্রাস্টি ও সাবেক সভাপতি সাবেক মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ সমিতি'র সাংস্কৃতিক সচিব,বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব,বৈদ্যপাড়া গ্রামের চৌধুরী বংশের সূর্যসন্তান প্রয়াত বাবু বিকাশ কুমার চৌধুরী স্মরণে ১৯.১০.২০২৫ ইং চট্টগ্রামে অনুষ্ঠিত ১ম অনিত্য সভা নগরীর বায়েজিদ শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাবেক মহাসচিব
লায়ন লোকপ্রিয় বড়ুয়া, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
তুষার কান্তি বড়ুয়া, অধ্যাপক সরোজ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা শীলানন্দ বড়ুয়া, অপু বড়ুয়া, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, চট্রগ্রাম অঞ্চলের সভাপতি সন্জয় বড়ুয়া পিপলু, সহ-সভাপতি উত্তম কুমার বড়ুয়া, তুষার বড়ুয়া, সুমন বড়ুয়া বাপ্পি, অলক বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহসাধারণ সম্পাদক জনি বড়ুয়া, রিকন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রণব বড়ুয়া, অর্থ সম্পাদক লায়ন সুমন বড়ুয়া, মহিলা সম্পাদক সুরমা চাকমা পূজা, সহ ত্রান বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া চৌধুরী রেবু, নিউটন বড়ুয়া, অনুপম বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, রুপক বড়ুয়া সহ প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২১.১০.২০২৫ইং মঙ্গলবার,দুপুর ১.৩০টায় বৈদ্যপাড়া সার্বজনীন বিহারে প্রাঙ্গণে শেষ অনিত্য সভা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার