অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে এক ব্যাবসায়ী কে ৫০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
রংপুর বিভাগীয় জেলার অন্তর্গত মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন । আজ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ উপজেলার হরেকৃষ্ণপুর, ছড়ানহাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোঃ সোনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিঠাপুকুর ইউএনও নাজমুল আলম জানান, সরকারি সম্পদ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ভূমি অফিসের এই কাজের তৎপরতায় এলাকায় প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন উপজেলা ভূমি কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার