
নেত্রকোনা দুর্গাপুর আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা
আল আমিন হাওলাদার নেত্রকোনা দূর্গাপুর প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের আলেম সমাজের উদ্দ্যেগে, পৌর এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে জামিউল উলুম কাচারী মাদরাসা চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে গুরুত্ব আরোপ করে জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক মো. হারেজ গণি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তেরী বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, জামিউল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা অলি উল্লাহ, পৌরমসজিদের ঈমাম কারী আব্দুল জলিল সহ পৌরশহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসার ঈমামগণ দেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে গুরুত্বপুর্ন আলোচনা করেন।
বক্তারা বলেন, বিগত ১৭ বছর দেশের আলেম ওলামাগণ প্রান খুলে কোন কথা বলতে পারেনি। ঢাকার শাপলা চত্ত্বরে আলেমদের উপর নির্যাতনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যিনি দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সাধারণ মানুষের কথা ভাবছেন, এলাকার সার্বিক উন্নয়নে কাজ দৃস্টান্তমুলক কাজ করবেন, যিনি নেত্রকোনা-১ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন, আমরা তাকেই এমপি নির্বাচিত করবো ইনশাহআল্লাহ।
আল আমিন হাওলাদার 


















