8:13 pm, Monday, 27 October 2025

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় নভেম্বরের মধ্যে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি অভিভাবকদের

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় নভেম্বরের মধ্যে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি অভিভাবকদের

মোঃ জিল্লুর কবির দুলু নিজস্ব সংবাদদাতা

দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবিতে অভিভাবকরা আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের নিকট দাবি জানান। শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এ বিষয়ে আজ ২৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্রাব কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।এতে সভাপতিত্ব করেন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো : সেলিম মিয়া। উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলী, আইডিয়াল স্কুলের অভিভাবক ফোরাম এর সভাপতি আহসান উল্ল্যা মানিক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : সেলিমউদ্দীন।সভাপতি বলেন,শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন তারিখ সহ তফসিল ঘোষণা করলেই ছুটির দিন শুক্রবার /শনিবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মেয়াদ উওীর্ন এডহক কমিটি জেলা প্রশাসকের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়,শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে যারা নির্বাচন চায় না।বর্তমান এডহক কমিটি পূর্বের পতিত সরকারের আমলের ন্যায় একইভাবে অনিয়ম দূর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা জবাবদিহিতা কিংবা শিক্ষার গুনগত মানের কোন তোয়াক্কা করছে না।এডহক কমিটির মেয়াদ উওীর্নের পরেও জোর জবরদস্তি করে বহাল তবিয়তে রয়েছে
। তারা বলেন,এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে গভর্নিং বডি নির্বাচন করার জোর দাবি জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বার্ষিক পরীক্ষার আগে/মধ্যে ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থীর পাঠদানে/ পরীক্ষায় কোন প্রতিবন্ধকতা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিঘ্ন বিঘ্ন ঘটবে না।তারা সভাপতি পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় শিক্ষা সচিব রেহানা পারভীন এর সাথে সাক্ষাৎ করে উপরোক্ত দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষা সচিব অভিভাবক ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আইনী জটিলতা মোকাবিলা করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়া হবে। বার্তা প্রেরক বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু সভাপতি অভিভাবক ঐক্য ফোরাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুড়ি বছর পর জবিতে জকসু সংবিধি পাস

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় নভেম্বরের মধ্যে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি অভিভাবকদের

Update Time : 04:16:34 pm, Sunday, 26 October 2025

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় নভেম্বরের মধ্যে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবি অভিভাবকদের

মোঃ জিল্লুর কবির দুলু নিজস্ব সংবাদদাতা

দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা পর্ষদ নির্বাচন ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্পন্ন করার দাবিতে অভিভাবকরা আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের নিকট দাবি জানান। শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এ বিষয়ে আজ ২৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্রাব কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।এতে সভাপতিত্ব করেন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো : সেলিম মিয়া। উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ আলী, আইডিয়াল স্কুলের অভিভাবক ফোরাম এর সভাপতি আহসান উল্ল্যা মানিক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : সেলিমউদ্দীন।সভাপতি বলেন,শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন তারিখ সহ তফসিল ঘোষণা করলেই ছুটির দিন শুক্রবার /শনিবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মেয়াদ উওীর্ন এডহক কমিটি জেলা প্রশাসকের অধীনে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়,শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটিতে আমলাতন্ত্র জেঁকে বসেছে যারা নির্বাচন চায় না।বর্তমান এডহক কমিটি পূর্বের পতিত সরকারের আমলের ন্যায় একইভাবে অনিয়ম দূর্নীতি, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এরা জবাবদিহিতা কিংবা শিক্ষার গুনগত মানের কোন তোয়াক্কা করছে না।এডহক কমিটির মেয়াদ উওীর্নের পরেও জোর জবরদস্তি করে বহাল তবিয়তে রয়েছে
। তারা বলেন,এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে গভর্নিং বডি নির্বাচন করার জোর দাবি জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে বার্ষিক পরীক্ষার আগে/মধ্যে ছুটির দিনে নির্বাচন আয়োজন করলে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষার্থীর পাঠদানে/ পরীক্ষায় কোন প্রতিবন্ধকতা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিঘ্ন বিঘ্ন ঘটবে না।তারা সভাপতি পদে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় শিক্ষা সচিব রেহানা পারভীন এর সাথে সাক্ষাৎ করে উপরোক্ত দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এ সময় শিক্ষা সচিব অভিভাবক ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আইনী জটিলতা মোকাবিলা করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়া হবে। বার্তা প্রেরক বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু সভাপতি অভিভাবক ঐক্য ফোরাম।