ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের আলোচনা
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল আনোয়াের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ধনীর পাড় প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আশা মনি, মায়ামনি মিষ্টি ও সানজিদা সিদ্দিকা ।
বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার