
কালচারাল একাডেমির আয়োজনে‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আল আমিন হাওলাদার নেত্রকোণা দূর্গা পুর প্রতিনিধি
নেত্রকোণায় ‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) ওয়াইএমসিএ মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এডভোকেট এম এ জিন্নাহ। কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক তোবারক হোসেন খোকন।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব এম রফিকুল ইসলাম এবং একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।
সেমিনারে আলোচনাকালে বক্তারা বলেন, সুসঙ্গ দুর্গাপুর একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা। সুসঙ্গ দুর্গাপুরের শত শত বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। এটি নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ অঞ্চল। এখানকার পর্যটনের রয়েছে বহুমুখী সম্ভাবনা। সেই সম্ভাবনাকে আরো বেশি জাগিয়ে তুলতে হলে সকলের জায়গা থেকে কাজ করতে হবে। এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এখানকার ইতিহাস-ঐতিহ্য লালন করে একটি সুখী সমৃদ্ধ আগামীর দুর্গাপুর গড়ে তুলতে হবে। এখানে রয়েছে বহু জাতিগোষ্ঠীর বসবাস। বৈচিত্র্যময় সংস্কৃতি এই দুর্গাপুরকে করেছে অনন্য।
এই সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মোঃ আল আমিন হাওলাদার 





















