
শাহিনুর ইসলাম শাহীন,গাজীপুর মহানগর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া তথাকথিত “চাঁদা নেওয়ার ভিডিও” নিয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “ওই ভিডিওটি সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক এবং কৌশলে প্ররোচিত করে ধারণ করা হয়েছে।”
শওকত হোসেন সরকার দাবি করেন, “ভিডিওতে যে অর্থ লেনদেনের বিষয়টি দেখানো হয়েছে, সেটি কোনো চাঁদা বা বেআইনি লেনদেন নয়; বরং গাড়ি বিক্রির বৈধ টাকা। একদল দুষ্টচক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় ও বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি কেটে ছড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “যুবকটি পূর্বপরিকল্পিতভাবে আমাকে প্ররোচিত করে কথোপকথন ধারণ করেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি আইনগতভাবে এর প্রতিকার চাইছি এবং এ ঘটনার বিরুদ্ধে ৪৯ কোটি টাকার মানহানির মামলা করেছি।”
শওকত হোসেন সরকার বলেন, “আমি দীর্ঘদিন ধরে গাজীপুরের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তা ও দলের প্রতি নিবেদনকে নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্রে নেমেছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, “আমি ন্যায়ের পথে আছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এমন মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার যেন কেউ বিশ্বাস না করেন। সত্য একদিন প্রকাশ হবেই।”
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত হোসেন সরকারের কথিত চাঁদা লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে শওকত সরকার স্পষ্টভাবে বলেছেন— “ভিডিওটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং আমার সম্মান নষ্টের ষড়যন্ত্র।”
শাহিনুর ইসলাম শাহীন,গাজীপুর মহানগর প্রতিনিধি: 


















