
দেওয়ান বৃষ্টি চৌধুরী,নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নিয়ে (স্বামীর বড়ভাই)এর শাবলের আঘাতে এক গৃহবধূ মৃত্যু হয়েছেন। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দুপুর ২টার দিকে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রহিদুল ধারালো শাবল দিয়ে ছোটভাই ফরিদুলের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর ভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা মারা যান।
রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) ময়নাতদন্ত শেষ না হওয়ায় লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই জামান সানাই।
এ ঘটনায় ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পঞ্চগড় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মামলাটি আমরা গ্রহণ করেছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে সেদিনই গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মৃত্যুর বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানানো হবে
দেওয়ান বৃষ্টি চৌধুরী,নিজস্ব প্রতিনিধি: 


















