12:38 am, Tuesday, 28 October 2025

নরসিংদী পলাশে মোবাইল কোর্ট জরিমানা ও অর্থ দণ্ড

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলায় ২৭ইং অক্টোবর সোমবার,সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান এর নেতৃত্বে এবং মোঃ কামরুল পলাশ, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র উপস্থিতিতে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত একুয়া রিফাইনারি লিমিটেড-এ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত প্রতিষ্ঠানটি হালনাগাদকৃত ভেরিফিকেশন ব্যাতিত ফ্লো মিটার ও হালনাগাদকৃত কেলিব্রেশন ব্যাতিত ওভারহেড ট্যাংক, বার্জ ব্যবহার করে জ্বালানি তেল বিক্রয়-বিতরণ করছিল। তাদের অপরাধ অবহিত করলে প্রতিষ্ঠানটির দায়িত্ববান কর্মকর্তা অপরাধ স্বীকার করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যেই ভেরিফিকেশন ও ক্যালিব্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর কর্মকর্তা মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট)। এছাড়াও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং কাজী সাখাওয়াত হোসেন মনি, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ কার্জক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনেধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারনকে সংগ্রামী সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি।

নরসিংদী পলাশে মোবাইল কোর্ট জরিমানা ও অর্থ দণ্ড

Update Time : 08:57:31 pm, Monday, 27 October 2025

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলায় ২৭ইং অক্টোবর সোমবার,সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান এর নেতৃত্বে এবং মোঃ কামরুল পলাশ, সহকারী পরিচালক (মেট্রোলজি), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র উপস্থিতিতে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত একুয়া রিফাইনারি লিমিটেড-এ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত প্রতিষ্ঠানটি হালনাগাদকৃত ভেরিফিকেশন ব্যাতিত ফ্লো মিটার ও হালনাগাদকৃত কেলিব্রেশন ব্যাতিত ওভারহেড ট্যাংক, বার্জ ব্যবহার করে জ্বালানি তেল বিক্রয়-বিতরণ করছিল। তাদের অপরাধ অবহিত করলে প্রতিষ্ঠানটির দায়িত্ববান কর্মকর্তা অপরাধ স্বীকার করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা ) টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যেই ভেরিফিকেশন ও ক্যালিব্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এর কর্মকর্তা মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট)। এছাড়াও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং কাজী সাখাওয়াত হোসেন মনি, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ কার্জক্রম অব্যাহত থাকবে।