শাহিনুর ইসলাম শাহিন,নীলফামারী:
নীলফামারী সদর উপজেলার সোয়াজানী ইউনিয়নের বাঁশেরহাট সাহাপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকায় স্থানীয়দের চরম দুর্ভোগের পাশাপাশি এখন মানুষের জীবনের নিরাপত্তাও মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী জামায়াতপন্থী নেতা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া ও কাঠামো নির্মাণ করে দখল করে নিয়েছেন। এতে করে প্রায় তিন শতাধিক মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্কুল, কলেজ, মসজিদ ও ঈদগাহে যেতে চরম অসুবিধায় পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি বন্ধ থাকায় এখন রিকশা, ভ্যান, মোটরসাইকেল বা কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো — অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। তেমনি রোগী নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও আসতে পারবে না। ফলে কোনো দুর্ঘটনা বা আগুন লাগলে মানুষ বাঁচানোর সুযোগ থাকবে না। এমনকি কেউ মারা গেলে লাশও এই সরু ও বন্ধ রাস্তা দিয়ে বাইরে নেওয়া সম্ভব নয়।
এলাকার বাসিন্দা হাসিনা বেগম বলেন, “রাতে কেউ অসুস্থ হলে আমরা চিন্তায় থাকি—অ্যাম্বুলেন্স আনব কীভাবে! আগুন লাগলে ফায়ার সার্ভিসও ঢুকতে পারবে না। আমরা আসলে বন্দী হয়ে গেছি।”
একাধিকবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় এলাকাবাসী এখন জেলা প্রশাসকের শরণাপন্ন হয়েছেন। তারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন—
“সরকারি রাস্তা দখল করে জনগণের চলাচল বন্ধ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে রাস্তা দখলমুক্ত করার ব্যবস্থা নিতে হবে।”
সচেতন মহল বলছেন, এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়—এটি মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।
নীলফামারী সদর উপজেলা প্রশাসনের প্রতি এলাকাবাসীর আবেদন—
“মানবিক দিক বিবেচনায় রাস্তাটি অবিলম্বে উন্মুক্ত করা হোক, যাতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। প্রশাসনের নজর পড়লেই এই দুর্ভোগের অবসান ঘটবে।”
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার