
বুপ্রেনরফিন ইনজেকশন,গাঁজাসহ ৫ মাদকসেবী কে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গায় বুপ্রেনরফিন ইনজেকশন ও গাঁজাসহ পাঁচজন মাদকসেবীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন – চুয়াডাঙ্গার মালোপাড়ার শরিফুল ইসলাম, দৌলতদিয়ারের রফিক ও আরোজ আলী, চুনুরীপাড়ার প্রসাদ সরকার এবং খোকন। অভিযান চলাকালে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ও গাঁজা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয়ভাবে মাদক সেবন ও বিক্রির সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক রায় ঘোষণা করেন। আদালতের আদেশে, আটককৃতদের মধ্যে ০২ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ০২ জনকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বাকি ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত আরও কয়েক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে।
সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বুপ্রেনরফিন ইনজেকশন একটি ব্যথা উপশমকারী ঔষধ হলেও এটি নেশার উদ্দেশ্যে অপব্যবহার করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিতই এমন অভিযান পরিচালিত হচ্ছে।
এই রায়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা দেওয়া হলো যে মাদক সংক্রান্ত বিষয়ে প্রশাসন কোনো রকম ছাড় দেবে না।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
মোঃ মিনারুল ইসলাম 






















