কালীগঞ্জ জাসাস নেতৃবৃন্দের বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে উপজেলা জাসাস নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা করেছেন। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক বাদল ফকির, মো. মোবারক হোসেন ও উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য পনির খন্দকার। এ সময় উপজেলা জাসাসের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের শিক্ষাজীবন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণ, কালীগঞ্জের উন্নয়নে ভূমিকা এবং কালীগঞ্জ নিয়ে তার ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা জাসাসের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, চায়ের দোকানি, শ্রমজীবি, কর্মজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাসাসের নেতৃবৃন্দ সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন। তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, মিশন মোড়, চুয়ারিখোলা, মানিকপুর, ভাইয়াসূতি, ফিরিন্দা, টিউরী, অলুয়া, উত্তর সোম ও দক্ষিণ সোম এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা জাসাসের উপদেষ্টা কমিটির সদস্য হারিছ আহমেদ, জাসাস নেতা আল-আমিন, চন্দন কুমার, সফিকুল ইসলাম, মো. রাসেদ, সজিব মিয়া, মো. রিফাত সহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার