
নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত গ্রেফতার
আবুনাঈম রিপন স্টাফ রিপোর্টার
নরসিংদী জেলা পুলিশ সুপার এর কঠোর দিক নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকস টিম ২৭ইং অক্টোবর সোমবার ভোর ৪.০০ ঘটিকায় নরসিংদীর রায়পুরা তেলিপাড়া অষ্টগ্রাম হাফিজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেসন-১৪৯০/১৮, শিবপুর মডেল থানার মামলা নং ১৫(৯)১৬,জিআর প্রসেস নং-৪৮৬/২৫ । ঘটনার বিবরণে জানা যায় শিবপুর থানা এলাকার কুটির বাজারে ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যা করে ডাকাত দল ,উক্ত মামলায় বিজ্ঞ আদালতে রনি ডাকাতের যাবজ্জীবন সাজা হয় । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডাকাত রনি সরকার,পিতাঃ বাতেন সরকার, সাং ইটনা (সরকার বাড়ী), থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ডাকাত রনি পালাতক থাকা অবস্থায় গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর,গ্রেফতারকৃত ডাকাত রনি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন,শিবপুর মডেল থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না,বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সেই লক্ষ্যে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম বিশেষ অভিযান চলমান রয়েছে,অপরাধ করে কেউ ছাড় পাবে না।
আবু নাইম রিপন 





















