
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, দেশপ্রেম জাগরণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “দেশ বাঁচাও, পরিবেশ বাঁচাও” এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচিটি পালন করা হয়।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু–এর নির্দেশে কর্মসূচির আয়োজন করে কোনাবাড়ী মেট্রো থানা যুবদল। নেতৃত্বে ছিলেন থানা যুবদলের সদস্য সচিব এস.এম. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কোনাবাড়ী ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন।
কর্মসূচিতে বক্তারা বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি দেশপ্রেমিক সংগঠন। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গির অংশ। যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশ, গণতন্ত্র ও পরিবেশ রক্ষার আন্দোলনের নাম।”
বক্তারা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে যুবসমাজ আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ। গাছ লাগানো মানে জীবন রক্ষা—এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বলেন, “যুবদল শুধু রাজনীতিতে নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমাদের এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই—সবুজ বাংলাদেশই উন্নত বাংলাদেশের প্রতীক।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশনেতৃত্বের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে, ৪৭ বছরের এই দীর্ঘ পথচলায় যুবদল বারবার প্রমাণ করেছে—তরুণরাই পারে দেশ বদলাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং প্রকৃতি রক্ষা করতে। এই ঐতিহ্য ও দায়িত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুর মহানগরের প্রতিটি যুবক অঙ্গীকার করেছে—তারেক রহমানের নেতৃত্বে দেশ বাঁচানোর, পরিবেশ বাঁচানোর এবং ন্যায়ের রাষ্ট্র গড়ার সংগ্রাম চলবে অব্যাহতভাবে।
শাহিনুর ইসলাম শাহীন, গাজীপুর মহানগর প্রতিনিধি: 



















