
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী শিবপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ইং অক্টোবর মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সির নেতৃত্বে শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পূর্ব বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে জাতীয় উন্নয়নে কাজ করবে। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেন কোনো স্বৈরাচারের দোসর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন,তাঁতী বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুৃম মোল্লা,যুবদলের যুগ্ম আহবায়ক অহিদ মোল্লা,যুবনেতা আব্দুল্লাহ নাহিদ প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি: 



















