মাখযানুল উলুম কওমি মাদ্রাসায় গলা কেটে শিক্ষার্থী কে হত্যা
ক্রাইম রিপোর্টার সি এম পাগলু
নোয়াখালীর সোনাইমুড়ীতে নাজিম উদ্দিন (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
গত রোববার (২৬ অক্টোবর) উপজেলার বাটরা মাখযানুল উলুম কওমি মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি উপজেলার জাহানাবাদ গ্রামে।
জানা গেছে, রোববার রাত ১০টার দিকে অন্যান্য শিক্ষার্থী এশার নামাজ শেষে যে যার কক্ষে ফিরছিল। ভোরে ছাত্ররা নামাজের উদ্দেশে উঠলে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, সহপাঠীদের সঙ্গে বিরোধ কিংবা অভ্যন্তরীণ কোনো সংঘাত থাকতে পারে। আমরা আবু সাঈদ (১৭) নামের এক শিক্ষার্থীকে আটক করেছি তার বাড়ি ময়মনসিংহ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম মুর্তজা বলেন, আমি কয়েকদিন থেকে ছুটিতে আছি। আমাদের মাদ্রাসার ইতিহাসে এ ধরনের কোনো দুর্ঘটনা কখনো ঘটেনি, আমরা এ ধরনের ঘটনা কোনোদিন ভাবিনি। এমন নিষ্ঠুর ঘটনা ঘটবে, তা কল্পনারও বাইরে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে। এরই মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল, টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক:দেওয়ান মনিজা বেগম, +8801917700510 :- সহকারী ব্যাবস্থাপক : মোঃ রেজাউল করিম ,01715588080, বার্তা সম্পাদক: মো: শামীম হোসাইন, 01759051111.
ই-পেপার