
চম্পা আক্তার,নিজস্ব সংবাদদাতা:
নেতাকর্মীদের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক বৃন্দ একাংশ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিপি নুরের আগমনে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এয়ারপোর্টে উপস্থিত হয়ে উচ্ছ্বাস দেখালেও তা মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। আর এই পরিস্থিতির মাঝেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে গাড়িতে উঠে পড়েন।
গণঅধিকার পরিষদ (জিওপি)-এর সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একটি ফ্লাইটে ভিপি নুর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন। গণঅধিকার পরিষদ সভাপতি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হতেই তার দলের নেতাকর্মীরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এসময় ভিপি নুর কোনো কথা না বলে সরাসরি গাড়িতে উঠে বসেন, এমনকি সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি এড়িয়ে যান। নেতাকর্মীদের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক বৃন্দ
আজকে বিকালে বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
চম্পা আক্তার,নিজস্ব সংবাদদাতা: 



















