4:04 pm, Tuesday, 14 October 2025

শীত মৌসুমকে সামনে রেখে গাজীপুর সাফারি পার্কের সংস্কারের কাজ চলছে

আল-আমিন,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে অবস্থিত পার্কটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সৌন্দর্য মন্ডিত একটি পার্ক। পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সাফারি পার্ক ছোট ছোট টিলা ও

শালবনসমৃদ্ধ তৈরি পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।
এই পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি।
কোর সাফারি এর বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে  রাস্তা খানাখন্দ হয়ে যাওয়ায় ব্যপক সংস্কারের কাজ চলমান।

আসছে শীত মৌসুম অতীতের চেয়ে অনেক বেশি  দর্শনার্থী  আসবে এমনটাই আশা প্রকাশ করছেন পার্ক কসহকারী বন সংরক্ষক মো:তারেক রহমান ।

তিনি আরও বলেন, ঐ সময় যেন কোন দর্শনার্থীকে ভোগান্তিতে পরতে না হয় এজন্য এখন থেকে সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শীত মৌসুম সামনে রেখে পার্কের আগের থেকে আরও অনেক বেশি সুন্দর্য  ফিরিয়ে আনতে নানা প্রজাতির ফুল ও ফল  গাছ রোপন করা হবে । ফল গাছের ফল দিয়ে ,প্রাকৃতিক পরিবেশের বন্য প্রাণীর খাবারের জোগান, নিরাপত্তা ও বসবাসের উপযোগী ও পরিবেশ তৈরি করলেই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতীর পাখি আসবে।

তাদের বংশ বিস্তার ঘটবে পূর্বের তুলনায় অনেক বেশি।আমরা সেই রকম যোগপযোগী পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি।

সরে জমিনে গিয়ে দেখা যায় পার্কের বিভিন্ন রাস্তার পাশাপাশি টুরিস্ট ভ্রমণের বাস এর এসি নষ্ট।
পার্কের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
দর্শনার্থীদের ভ্রমণের জন্য ৮টি বাসের ৬টির এসি বিকল হয়ে আছে।

বিকল্প হিসেবে কয়েকটি বাসে ছোট ফ্যান যুক্ত করলেও তা অপর্যাপ্ত। ফলে বাসে চড়ে গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় বাসের জানালা খুলে দিচ্ছেন। তাতে আনন্দ-ভ্রমণের সময় চালক ও পর্যটকদের আতঙ্কে থাকতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা,তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর ইলিয়াসের মৃত্যু

শীত মৌসুমকে সামনে রেখে গাজীপুর সাফারি পার্কের সংস্কারের কাজ চলছে

Update Time : 07:53:47 pm, Monday, 13 October 2025

আল-আমিন,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে অবস্থিত পার্কটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সৌন্দর্য মন্ডিত একটি পার্ক। পার্কটি ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সাফারি পার্ক ছোট ছোট টিলা ও

শালবনসমৃদ্ধ তৈরি পার্কটি ২০১৩ সালে চালু করা হয়।
এই পার্কের অন্যতম আকর্ষণ কোর সাফারি।
কোর সাফারি এর বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে  রাস্তা খানাখন্দ হয়ে যাওয়ায় ব্যপক সংস্কারের কাজ চলমান।

আসছে শীত মৌসুম অতীতের চেয়ে অনেক বেশি  দর্শনার্থী  আসবে এমনটাই আশা প্রকাশ করছেন পার্ক কসহকারী বন সংরক্ষক মো:তারেক রহমান ।

তিনি আরও বলেন, ঐ সময় যেন কোন দর্শনার্থীকে ভোগান্তিতে পরতে না হয় এজন্য এখন থেকে সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শীত মৌসুম সামনে রেখে পার্কের আগের থেকে আরও অনেক বেশি সুন্দর্য  ফিরিয়ে আনতে নানা প্রজাতির ফুল ও ফল  গাছ রোপন করা হবে । ফল গাছের ফল দিয়ে ,প্রাকৃতিক পরিবেশের বন্য প্রাণীর খাবারের জোগান, নিরাপত্তা ও বসবাসের উপযোগী ও পরিবেশ তৈরি করলেই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতীর পাখি আসবে।

তাদের বংশ বিস্তার ঘটবে পূর্বের তুলনায় অনেক বেশি।আমরা সেই রকম যোগপযোগী পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি।

সরে জমিনে গিয়ে দেখা যায় পার্কের বিভিন্ন রাস্তার পাশাপাশি টুরিস্ট ভ্রমণের বাস এর এসি নষ্ট।
পার্কের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
দর্শনার্থীদের ভ্রমণের জন্য ৮টি বাসের ৬টির এসি বিকল হয়ে আছে।

বিকল্প হিসেবে কয়েকটি বাসে ছোট ফ্যান যুক্ত করলেও তা অপর্যাপ্ত। ফলে বাসে চড়ে গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় বাসের জানালা খুলে দিচ্ছেন। তাতে আনন্দ-ভ্রমণের সময় চালক ও পর্যটকদের আতঙ্কে থাকতে হচ্ছে।