
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা “সেরেনিটি স্টেপস” শীর্ষক একটি সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা আয়োজন করে। ১২ অক্টোবর ২০২৫ তারিখে নগরীস্থ চেরাগী পাহাড় প্বার্শস্থ চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত হয় এই আয়োজনে।এতে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জারিন মুশতারী, ইনটার্ন সাইকোলজিস্ট, সেরেনিটি পিএসএস সেন্টার & চট্টগ্রাম ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার।অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় কৌশল, আত্মচিন্তা ও সহানুভূতিশীল যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণ নেন।
এই আয়োজনের মাধ্যমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা তরুণ সমাজের মধ্যে মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তাধারার গুরুত্ব তুলে ধরে। অংশগ্রহণকারীরা সৃজনশীল কর্মকাণ্ড, মুক্ত আলোচনা ও ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের উপায় খুঁজে পান। আয়োজনটির মূল বার্তা ছিল “মানসিক শান্তিই সর্বোচ্চ সম্পদ,” যা তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্যকে জীবনের অগ্রাধিকারে রাখার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার বোর্ড সদস্যবৃন্দ জয়নাল আবেদীন, আনিকা তাবাসসুম এবং ইকরামুল ইসলাম চৌধুরী।