
মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু নির্মাণ ত্রুটির অভিযোগ, তদন্তে প্রকল্প কর্তৃপক্ষ
মোঃ মাহবুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার
রাজধানীতে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উত্তরা–দক্ষিণখান সংযোগ সড়কের পাশে লাইন–৬ প্রকল্পের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে হঠাৎ মেট্রোরেলের একটি পিলারের ওপর থেকে ভারী ধাতব বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে। তখন নিচে দিয়ে হাঁটছিলেন এক পথচারী। প্যাডটি তাঁর মাথায় আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা আরও একজন শ্রমিক আহত হন।
স্থানীয়দের ক্ষোভ
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, মেট্রোরেল নির্মাণ এলাকার আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।
স্থানীয় এক দোকানদার বলেন, “উপরে কাজ চললেও নিচে কোনো সেফটি নেট বা সতর্কতা চিহ্ন ছিল না। হঠাৎই ভারী জিনিস নিচে পড়ে মানুষ মারা গেল — এটা অমানবিক।”
কর্তৃপক্ষের বক্তব্য
দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
DMTCL-এর এক কর্মকর্তা জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের তৎপরতা
উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে আমরা মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মাহবুবর রহমান সোহেল 


























