
জয়পুরহাটে প্রেমের বন্ধনে নোটারী পাবলিকের কার্যাল্যয়ে এফিডেভিট
জেলা জয়পুরহাট থেকে নিজস্ব প্রতিবেদক
মো: সাজু মিয়া, পিতা: মো: ওয়াহেদ আলী, মাতা: মোছা: পিয়ারা খাতুন, সাং- মান্দাই, পো:
মোসলেমগঞ্জ, থানাঃ কালাই, জেলা: জয়পুরহাট। পেশা: কৃষি, ধর্ম: ইসলাম, জাতীয়তা: বাংলাদেশী। জন্ম তারিখ: ০৭ই জানুয়ারী, ২০০৪ইং, জাতীয় পরিচয়পত্র নং-৫৫৭৪৬৯৫৮৯৫।
২। মোছা: মোহিনী আক্তার মিশু, পিতা: মো: গোলাম মোস্তফা ফকির, মাতা: মোছা: মমতাজ বিবি, সাং:
গংগাদসপুর, পুরগ্রাম, পোষ্ট: পুরগ্রাম, থানা: কালাই, জেলা: জয়পুরহাট। পেশা: গৃহীনি, ধর্ম: ইসলাম,
জাতীয়তা: বাংলাদেশী, জন্ম তারিখ: ২৮/০১/২০০৭, জাতীয় জন্মসনদ নং- ২০০৭৩৮১৫৮৮৫০০ ১৪৩১। আমরা
ধর্মতা প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা প্রদান করিতেছি যে, আমরা উভয়ে সাবালিকা ও সাবালক পুরুষ ও মহিলা
ব্যক্তি হইতেছি বটে। আমরা আমাদের ভবিষ্যৎ ভাল-মন্দ বুঝি। আমরা একে অপরকে দীর্ঘদিন হইতে চিনি ও
জানি। সেই সুবাদে আমাদের মধ্যে পরিচয় হয় এবং আমাদের মধ্যে গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে
উঠে। আমাদের উক্ত প্রেম ভালোবাসার সম্পর্ককে চিরস্থায়ী ভাবে রূপ দেওয়ার ভিত্তিতে আমরা বিবাহ
বন্ধনে আবদ্ধ হইয়া সারাজীবন একত্রে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস ও ঘর সংসার করার সিদ্ধান্ত গ্রহণ করিয়া
আমরা উভয়ে রেজি: কাজী অফিসে হাজির হইয়া আমরা আমাদের বিবাহের মোট মোহরানা ৫০,০০০/-
(পঞ্চাশ হাজার) টাকা ধার্য্যে হয়। তন্যধ্যে নগদ ১,০০০/- টাকা পরিশোধ করিয়া অবশিষ্ট ৪৯,০০০/-
(ঊনপঞ্চাশ হাজার) টাকা বাকী রাখিয়া রেজি: এ, বহি নং-১/২৪, পাতা-৯২, তারিখ ২৯/০১/২০১৫ইং মূলে
রেজি: করিয়া লইয়াছি এবং ইসলামি শরিয়তের বিধান মোতাবেক একজন মাওলানা দ্বারা আমাদের অস্ত্র বিবাহ পড়াইয়া লইয়া
আমরা উভয়ে ইজাব কবুল করিয়া লইয়া আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। আমাদের বিবাহটি বৈধ্য ও সঠিক
এবং আমরা আমাদের বিবাহ ইসলামি শরীয়তের বিধান মতে পড়াইয়া লওয়াই এবং রেজি: কাবিন নামা করিয়া
লওয়াই আমরা অদ্য হইতে স্বামী স্ত্রী হিসাবে বসবাস ও ঘর সংসার করিতে থাকিব। আমাদের অত্র বিবাহটি বৈধ্য
ও সঠিক। আমাদের অত্র বিবাহের ব্যাপারে কেহ কোন প্রকার জোর জবরদস্তী বা চাপ প্রয়োগ করে নাই।
চলোমান -০২ আমরা স্বেচ্ছায় নিজ নিজ ইচ্ছায় অত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। অত্র বিবাহের ব্যাপদেশে
আমাদের মধ্যে আমাদের কোন অভিভাবকগণ কোন প্রকার ওজর আপত্তি করে কিংবা অত্র বিবাহের ব্যাপদেশে আমাদে