
আখেরী মোনাজাত শেষে বিশ্ব ইজতেমার ১ম পর্বের মুসুল্লিদের বাড়ি ফেরার পথে
বিশ্ব ইজতেমার মাঠ থেকে নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার নিকটে অবস্থিত গাজিপুর জেলার টঙ্গী পশ্চিম থানার তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দান।
৩১ শে জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ২০২৫ সালের পবিত্র ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব,৩১,১,এবং রবিবার ২ ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্ব।
লাখো মুসল্লীর ঢলে মুখরিত বিশ্ব ইজতেমা ময়দান।প্রতিবছর বিশ্ব ইজতেমা এলেই গাজিপুরের টংঙ্গীর আশেপাশের প্রতিটি এলাকায় তাবলীগ প্রেমী মানুষে ভরপুর থাকে।
৫৮ তম বিশ্ব ইজতেমার ১ম পর্ব সফল ও স্বার্থক করতে বাংলাদেশ পুলিশের সাড়ে ছয় হাজার পুলিশ নিয়োজিত রয়েছে, প্রশাসনের সকল বিভাগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শুরু থেকেই নেয়া হয়েছিল কঁড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঢাকার বাইরে বিভিন্ন পয়েন্টে সহ গাজিপুরের টঙ্গী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো কঁড়া নিরাপত্তা দিয়েছেন।
একাধিক প্রসিদ্ধ ডাঃ সম্নেয় গঠিত হেলথকেয়ার টিম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গুলো মুসল্লীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।তাছাড়া ইজতেমা কে ঘিরে বিভিন্ন মার্কেটে মুসল্লীদের কেনাকাটা লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো।
আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জুবায়ের রহমান।আবহাওয়া নিন্মচাপ ও শৈত্য প্রবাহের ভিতর সকল মুসলিম উম্মাহের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয় আমিন, আমিন শব্দে মুখরিত হয় বিশ্ব ইজতেমা ময়দান সহ চারপাশ।
মাওলানা জুবায়ের পন্থী অনুসারীরা বিশ্ব ইজতেমা ১ম পর্বে অংশ গ্রহণ করে কেউ কেউ আবার যাচ্ছেন সহ্ ইসলামী জীবন বিধান শিক্ষার উদেশ্য ১/২/৩চিল্লায় যাচ্ছেন, ৩ দিনের জন্য তাবলীগে যাচ্ছেন অনেকই এবং অসংখ্য মুসল্লীরা নিজ বাড়ি ফিরছেন।
আগামীকাল ৩ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে ৫৮ তম বিশ্ব ইজতেমার মাওলানা সাদ পন্থী অনুসারীদের ২য় পর্ব,৩,৪,এবং ৫ই ফেব্রুয়ারী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদা জাগ্রত হয়ে অক্লান্ত পরিশ্রম করবেন যাতে করে শান্তিপূর্ণ ভাবে সফল ও স্বার্থক হয় বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। আজ রবিবার বিকাল ৪ টার মধ্যে ১ম পর্বের মুসল্লীদের মাঠ ছাড়ার নির্দেশনা রয়েছে, ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার জন্যে ভিড় হচ্ছে বাস্ স্টপ ও রেলওয়ে স্টেশনে।